জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে একাধিক পদে জনবল নিয়োগ
সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।
১. পদের নাম: ক্যাশিয়ার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২য় শ্রেণির বি.কম ডিগ্রীধারী। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে। প্রার্থীকে এমএস ওয়ার্ড, এমএস পাওারপয়েন্ট, এমএস এক্সেল এবং এমএস একসেস ব্যবহারে অভিজ্ঞ হতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত পরিমান জামানত দিতে হবে।
বয়স: ১৫-১২-২০২২ তারিখে ১৮-৩০ বছর। বছর। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র – কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যেসব বিভাগ/জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: গাজীপুর, ফরিদপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, জামালপুর, রংপুর। প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
২. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১
যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ। সুঠাম এবং সবল দেহের অধিকারী। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী / আনসার – ভিডিপিদের অগ্রাধীকার দেয়া হবে।
বয়স: ১৫-১২-২০২২ তারিখে ১৮-৩০ বছর। বছর। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র – কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব বিভাগ/জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, মেহেরপুর, বরিশাল। প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
